কোতুলপুর: কোতুলপুরে পিকআপ ভ্যান কিনে আইসিডিএস কেন্দ্রের চাল চুরি, হুগলি থেকে গ্রেফতার দুই দুষ্কৃতী
পিকআপ ভ্যান কিনে আইসিডিএস কেন্দ্রের চাল চুরি, হুগলি থেকে গ্রেফতার দুই দুষ্কৃতী।রীতিমতো পিকআপ ভ্যান কিনে একের পর এক আইসিডিএস কেন্দ্র থেকে চাল চুরি করছিল হুগলির দুই যুবক। তবে শেষ পর্যন্ত রক্ষা হল না। বাঁকুড়ার কোতুলপুরের ডেওপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাল চুরির ঘটনায় তদন্তে নেমে হুগলির আরামবাগের সুব্রত খান ও সিঙ্গুরের অরিজিত ধাড়াকে গ্রেফতার করে কোতুলপুর থানার পুলিশ। উদ্ধার হয়েছে চুরি যাওয়া চাল ও ব্যবহৃত পিকআপ ভ্যান। পুলিশ সূত্রে জানা গেছ