শিলচর: বড়াপানী-পাঁচগ্রাম এক্সপ্রেস হাইওয়ের কাটিগড়া অংশে বিনা অনুমতিতে চলতে থাকা নির্মাণ সামগ্রী বাজেয়াপ্ত করল প্রশাসন
Silchar, Cachar | Sep 17, 2025 বড়াপানী–পাঁচগ্রাম এক্সপ্রেস হাইওয়ে প্রকল্পের কাটিগড়া অংশে অবৈধ নির্মাণকাজের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল প্রশাসন। বুধবার বিকাল ৫ টায় জানা গেছে, কাটিগড়ার সার্কেল অফিসার ড. রবার্ট টোলর কাটিগড়া থানার OC জোসেফ ভি কেইবম সহ বিশাল পুলিশ বাহিনীর সহযোগিতায় জগদিশপুর এলাকায় অভিযান চালিয়ে বিনা অনুমতিতে চলতে থাকা নির্মাণ সামগ্রী বাজেয়াপ্ত করেন।