হাড়োয়া: হামাদামা এলাকায় শিয়াল বাঁচাতে গিয়ে দূর্ঘটনার কবলে মোটরবাইক আরোহী যুবক
শিয়াল'কে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে মোটরবাইক আরোহী যুবক।ঘটনাটি ঘটেছে শনিবার রাত আটটা নাগাদ হাড়োয়া - বেড়াচাঁপা রোডের হামাদামা সংলগ্ন এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায় ৩৫ বছরের কৃষ্ণ মন্ডল বাইকে চেপে গন্তব্য স্থলে যাচ্ছিলেন,ঠিক সেই সময় সামনে একটি শিয়াল চলে আসে তাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মোটরবাইক আরোহী ওই যুবক। স্থানীয়রা আহত যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসেন হাড়োয়া হাসপাতালে।