জয়পুর: জয়পুর ব্লক ও পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় আধকাটা প্রাইমারী স্কুলে
"নেশা মুক্ত ভারত অভিযান" অনুষ্ঠিত করা হয়
Jaypur, Bankura | Sep 19, 2025 বাঁকুড়া জেলা প্রশাসনের নির্দেশে জয়পুর ব্লক ও জয়পুর পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের আধকাটা প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে "নেশা মুক্ত ভারত অভিযান" সূচীর অনুষ্ঠান সংগঠিত হয়।