নাকাশিপাড়া: দেশবন্ধু স্মৃতি পাঠাগারের ৯৭ তম প্রতিষ্ঠা দিবস, সদস্য ও সদস্যা মিলোনৎসব
নদীয়ার বেথুয়াডহরি লাইব্রেরী যার নাম দেশবন্ধু স্মৃতি পাঠাগার সেই পাঠাগারের ৯৭ তম প্রতিষ্ঠা দিবস, দেশবন্ধু চিত্ত রঞ্জন দাসের ১৫৬ তম জন্মদিবস , সদস্য ও সদস্যা মিলোনৎসব অনুষ্ঠিত হলো মহা ধুমধামে। প্রথম দিন রক্ত দান, চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। দ্বিতীয় দিন ৫ই নভেম্বর সকালে পাঠাগারের পতাকা উত্তোলন সন্ধ্যায় দেশবন্ধু স্মৃতি পাঠাগারের ৯৭ তম প্রতিষ্ঠা দিবস, সদস্য ও সদস্যা মিলোনৎসব অনুষ্ঠান।