কাটোয়া ২: কাটোয়া ২ ব্লকের বিষ্ণুপুরে লক্ষ্মীপুজোয় মিলনমেলা — আলো, মেলা আর উচ্ছ্বাসে ভরপুর গ্রাম
চারদিনের দুর্গোৎসব শেষ হলেও কোজাগরী লক্ষ্মীপুজোয় নতুন করে আনন্দে মেতে উঠেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রাম। দূর্গাপুজোর সময় অনেকেই বাইরে কাজের কারণে বাড়ি ফিরতে না পারলেও, লক্ষ্মীপুজোই হয়ে ওঠে সকলের মিলনমেলা। বিষ্ণুপুরের নাগিনস্টার, গিনিস্টার, ইয়ং স্টার ও আমরা কজন ক্লাব মিলিয়ে চারটি ক্লাবে এবার লক্ষ্মীপুজোর আয়োজন হয়েছে। এর মধ্যে নাগিনস্টার ক্লাবের পুজো পা দিল ১৬ বছরে।