ভাঙড় ১: ক্রিকেট খেলার নয়া দিগন্ত দেখাবে এবার কাঁটাতলা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের ক্রিকেট একাডেমীর প্রশিক্ষণ শিবির
এলাকার নতুন প্রজন্মের মধ্যে ক্রিকেট খেলার প্রবণতা বৃদ্ধি করতে এবার নাগালের মধ্যেই ক্রিকেট প্রশিক্ষণ শিবির।আজ অর্থাৎ শনিবার বিকাল তিনটে নাগাদ ভাঙ্গড় তাড়দহ অঞ্চলে মধ্যে এই প্রথম কাঁটাতলা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের মাঠে ক্রিকেট একাডেমীর প্রশিক্ষণ শিবিরের শুভ সূচনা করলেন তাড়দাহ অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের প্রধান টুম্পা মন্ডল রায়চৌধুরী।