ভরতপুর ১: 'পুনর্জীবনের পথে', নতুন নেতৃত্বে ভরতপুর কৃষি সমবায় সোসাইটি
মুর্শিদাবাদ জেলার ভরতপুর কো-অপারেটিভ এগ্রিকালচার প্রোডাকশন অ্যান্ড মার্কেটিং সোসাইটি লিমিটেডে অবশেষে গঠিত হলো নতুন পরিচালন সমিতি। ছয় বছরের অচলাবস্থার অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেস সমর্থিত ৬ জন সদস্যের হাত ধরে পুনর্জন্ম পেল এই সোসাইটি। সভাপতি হয়েছেন মীর আব্দুল্লাহ, সম্পাদক আব্দুল বারী ও সহ-সভাপতি সুজন চন্দ্র ঘোষ। সোমবার বিকেলে জানা যায়, ৬ সদস্যের মধ্যে ৪ জন উপস্থিত ছিলেন। ২ জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়।