দুর্গাপুরে নতুন ম্যারেজ হলের উদ্বোধন।দুর্গাপুরের বিওয়ান মোড়ে বুধবার সন্ধ্যা ছটার সময় উদ্বোধন হল এক বেসরকারি অত্যাধুনিক ম্যারেজ হলের। বিয়ে, অন্নপ্রাশন সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সব সুবিধাই রয়েছে এখানে। ভাড়ায় থাকছে আকর্ষণীয় ছাড়ও। কর্ণধার মৌসুমী দে জানান, এলাকায় এই মানের আর কোনও ম্যারেজ হল নেই। ২৪ ঘণ্টার জন্য ভাড়া দেওয়া হবে এবং প্রয়োজনে অতিরিক্ত সময়ও বাড়ানো হবে। বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে পরিষেবা