সিউড়ি ১: সিউড়ি সেহারা পাড়াতে দূর্গা পূজার থিম ভূতের গুহা, আর তা দেখতেই উপচে পড়া ভিড় দর্শনার্থীদের
সিউড়ির সেওড়াপাড়াতে দূর্গা পূজার থিম তৈরি করা হয়েছে ভূতের গুহা। আর সেই দেখতেই উপচে পড়া ভিড় মণ্ডপ চত্বরে দর্শনার্থীদের। বুধবার দিন এমনটাই ছবি ধরা পড়েছে।