খবর: শুক্রবার দুপুর বারোটা নাগাদ পুরাতন মালদা পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের মির্জাপুর মোড়ে ‘পাড়ায় সমাধান’ কর্মসূচির আওতায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের আনুষ্ঠানিক সূচনা হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। এদিন এলাকার সমস্যার দ্রুত সমাধান ও পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে কাজ শুরুর বার্তা দেওয়া হয়।