বলরামপুর: বন্ধ দুয়ারে রেশন, ৫কিমি দূরে বলরামপুর শহরের এক রেশন দোকানে সামনে দীর্ঘ সময় লাইনে রেশন গ্রাহকেরা
দুয়ারে রেশনের সরকারি নির্দেশিকা উপেক্ষা করে বন্ধ দুয়ারে রেশন। ফলস্বরূপ বলরামপুর শহরের দিলীপ কুমার গোয়েঙ্কা নামে এক রেশন ডিলারের দোকানের সামনে ভোর থেকেই রেশনের জন্য হাপিত্যেশ করে কয়েক ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছে রেশন গ্রাহকরা।