বিধানসভা ভোটকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিগত ১৫ বছর শাসনকালের উন্নয়ন প্রচার কর্মসূচি 'উন্নয়নের পাঁচালী'।রাজ্য তৃণমূলের ঘোষণা মতো সেই উন্নয়নের পাঁচালী'কর্মসূচি শুরু করল গোপীবল্লভপুর ২ নম্বর ব্লক তৃণমূল। সোমবার ব্লকের রান্টুয়া বাজার থেকে শুরু হয় কর্মসূচি। টোটোতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রচার। এদিন পতাকা নেড়ে কর্মসূচির আনুষ্ঠানিক সুচনা করেন ব্লক সভাপতি ও জেলাপরিষদের মেন্টর স্বপন পাত্র। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃত্বরা।