হেমতাবাদ: হেমতাবাদ গৌরাঙ্গ স্মৃতি পল্লী পাঠাগারে বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত
হেমতাবাদ গৌরাঙ্গ স্মৃতি পল্লী পাঠাগারে অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী। মঙ্গলবারগ্রান্থাগারে নাচ গান আলোচনার মধ্যে দিয়ে এক মনোজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজয়ার শুভেচ্ছা জানানোর পাশাপাশি পুজো শেষে এই অনুষ্ঠান আয়োজনের কারণ নিয়ে আলোচনা করেন গ্রন্থাগারিক জনরঞ্জন দাস। এছাড়াও তাপস কুমার গুপ্ত, প্রণব গুপ, নিকিতা সাহা, অর্চনা ভৌমিক সহ অন্যরা উপস্থিত ছিলেন।