গোসাবার রাঙাবেলিয়াতে ৯৬২মিটার কংক্রিটের রাস্তার কাজের সূচনা করলেন গোসাবার BDO পঞ্চায়েত সমিতির সভাপতি সোমবার দুপুর ১২টায়।দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের রাঙাবেলিয়া GPর রাঙাবেলিয়াতে মিলন সেনের বাড়ি থেকে সমীর জানার বাড়ি পর্যন্ত ৯৬২ মিটার কংক্রিটের রাস্তার কাজের সূচনা করলেন গোসাবার BDO বিশ্বরূপ বিশ্বাস ও গোসাবা পঞ্চায়েত সমিতির সভাপতি নীলিমা মন্ডল সোমবার দুপুরে।উপস্থিত ছিলেন গোসাবা পঞ্চায়েত সমিতির পূর্ত ও কার্য পরিবহন কর্মাধ্যক্ষ তাপস মন্ডল।