এগরা ২: বালিঘাইতে মৎসজীবীদের সাইকেল ও হাঁড়ি বিতরণ।স্বজনপোষণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
মৎসজীবীদের জন্য ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে দেওয়া হচ্ছে সাইকেল ও মাছ বিক্রির হাঁড়ি। অথচ তাঁদের কেউবা চাকরিজীবী, কেউবা ব্যবসায়ী, আবার কেউবা শাসকদলের পরিবারের লোক। অথচ প্রকৃত প্রপকদেরদের ইচ্ছাকৃত বঞ্চিত করা হচ্ছে এমনি চাঞ্চল্যকর অভিযোগ করছে বিজেপি। যা নিয়ে এলাকায় ব্যাপক বিতর্ক ছড়ালো।