মেমারি ১: কলকাতার লালবাজার স্পেশাল ব্রাঞ্চের অফিসার সেজে টাকা আদায় মেমারিতে, গ্রেপ্তার ১
কলকাতার লালবাজার স্পেশাল ব্রাঞ্চের অফিসার সেজে বাড়ি বাড়ি গিয়ে চেকিং এর নাম করে মোটা অংকের টাকার দাবী ও দাবী না মেটালে মিথ্যা কেস দেওয়ার ভয় দেখানোর অভিযোগে এক ভুয়ো অফিসার গ্রেপ্তার মেমারিতে। ধৃতের নাম মানারুল সেখ ওরফে মনি বয়স আনুমানিক ৩৮ বছর। বাড়ি মুর্শিদাবাদের শক্তিপুর এলাকায়। বৃহস্পতিবার দুপুর ১২-৩০ নাগাদ সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পেশ করে। পুলিশ সূত্রে