মেমারি ১: মেমারিতে স্কুলের সাবমার্শিবল পাম্পের মোটর চুরি, গ্রেপ্তার ৩
গত ১০ ফেব্রুয়ারি ২০২৫ মেমারি থানার অন্তর্গত ভৈটা হরিদাস কর উচ্চ বিদ্যালয় থেকে রাতের অন্ধকারে সাবমার্শিবল পাম্পের মোটর চুরি হয়ে যায়। এ বিষয়ে বিদ্যালায়ের ভার প্রাপ্ত প্রধান শিক্ষক নির্মাল্য মন্ডল মেমারি থানায় অভিযোগ দায়ের করেন। মেমারি থানার পুলিশ তদন্ত করে রবিবার তিনজনকে গ্রেপ্তার করে। সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃত শুভদীপ মজুমদার, অপূর্ব, অভিজিৎকে মেমারি থানার পুলিশ সোমবার বেলায় বর্ধমান আদালতে পাঠানো হয়।