বৃহস্পতিবার দিন অপারেশন প্রাপ্তির মাধ্যমে প্রায় ৫০ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে মহম্মদবাজার থানার পুলিশের পক্ষ থেকে ফিরিয়ে দেওয়া হল। বছরের প্রথম দিনেই সেই সমস্ত মানুষদের মুখে হাসি ফোটাতে তাদের হাতে সেই ফোনগুলি ফিরিয়ে দেওয়া হয়েছে। এদিন সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীরভূম জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাহুল মিশ্রা।