হলদিবাড়ি: একেই যায়গা একেই মঞ্চ, দল আলাদা; পুলিশের ভূমিকাও আলাদা দেখলো চ্যাংড়াবান্ধাবাসী
একই জায়গা একই মঞ্চ। দল আলাদা। পুলিশের ভূমিকাও আলাদা দেখলো চ্যাংড়াবান্ধাবাসী। শনিবার ও মঙ্গলবারের অন্তর মাত্র দুইদিনের। এই দুই দিনের ব্যবধানে দুই চিত্র দেখা গেল চ্যাংড়াবান্ধায়। প্রথম টা ছিল বিজেপির শুভেন্দু অধিকারীর সংকল্প র্যালির পর সভা। ভিআইপি মোড় সংলগ্ন ফোর লেনের সার্ক রোডের দুটি লেন আটকে অস্থায়ী পথসভার মঞ্চ। পুলিশের অনুমতি না পেয়ে হাইকোর্টের অনুমতি নিয়ে সভা করেছিল বিজেপি। তবুও সভা শুরুর আগে অস্থায়ী মঞ্চ সরিয়ে ফেলা নিয়ে অতি সক্রিয়তা দেখায় পুলিশ।