গোপীবল্লভপুর ১: ছাতিনাশোলের ৯ নম্বর রাজ্য সড়করের উপর হঠাৎ করে কুকুর চলে আসায় বাইক দুর্ঘটনায় গুরুতর জখম বাইক আরোহী,আনা হল হাসপাতালে
শনিবার রাত ৯ টা নাগাদ গোপীবল্লভপুরে ছাতিনাশোলের রাস্তায় হঠাৎ করে রাস্তার উপর কুকুর চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক দুর্ঘটনায় জখম হলেন এক বাইক আরোহী।ঘটনায় কয়েকজন পথচলতি মানুষজন বাইক আরোহী কে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসেন গোপীবল্লভপুর হাসপাতালে।জখম বাইক আরোহীর নাম বুধিয়া সিং