আউশগ্রাম ১: ছট পুজো উপলক্ষ্যে বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন গুসকরায়, জুবিনের কন্ঠে গান গেয়ে শ্রোতাদের মন জয় করলেন শিল্পী
ছট পুজো উপলক্ষ্যে বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করল গুসকরার প্রান্তিক সংঘ। প্রয়াত জুবিন নৌটিয়ালের কন্ঠে একেরপর এক জনপ্রিয় গান গেয়ে শ্রোতাদের মন জয় করেন শিল্পীরা। মঙ্গলবার আনুমানিক রাত ১১টা নাগাদ এই অনুষ্ঠান দেখতে ভীড় জমান এলাকাবাসী। জানা গিয়েছে, ছট পুজোর সময় বৃষ্টির জেরে পণ্ড হয়ে যায় এই অনুষ্ঠান। তারপর অবশেষে এদিন সেই বিচিত্রা অনুষ্ঠান পরিবেশিত হল।