মেদিনীপুর: ২০২৬ এর নির্বাচনের জন্য সোশ্যাল মিডিয়াতে সক্রিয় হৌন: মেদিনীপুরে বার্তা সাংসদ জুন মালিয়ার
বিজেপির অনেক টাকা রয়েছে, তাদের প্রচার অনেক পদ্ধতিতে হবে। আমাদের যুবকর্মীদের সকলকে কমপক্ষে সোশ্যাল মিডিয়াতে নেত্রীর বার্তা ছড়ানোর জন্য সক্রিয় হতে হবে।। অনেকেই নিষ্ক্রিয় রয়েছেন। সকলের সক্রিয় হয়ে মাঠে নামুন"-মেদিনীপুরে যুব তৃণমূলের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে এমনই বার্তা দিলেন মেদিনীপুরের তৃণমূল সাংসদ জুন মালিয়া।