পুরাতন মালদা: ভাবুক এলাকায় সাপ উদ্ধারকে চাঞ্চল্য
ভাবুক এলাকায় চাঞ্চল্য এলাকাজুড়ে। জানা গেছে ভাবুক এলাকায় সোমবার বিকেল চারটে নাগাদ সাপ উদ্ধার কে ঘিরে পুরো ঘটনা নিয়ে সোরগোল। তড়িঘড়ি করে খবর যাই সর্পপ্রেমী সঞ্জীব রাজবংশীর কাছে তিনি উদ্ধার কার্যে এসে উদ্ধার করে নিয়ে যান। অল্পের জন্য প্রাণে বাঁচান স্থানীয় লোকজন। গোটা ঘটনা নিয়ে চাঞ্চল তৈরি হয়েছে।