আমবাসা: আমবাসায় কৃষক পূজা: রামকৃষ্ণ সেবা সদনের ব্যতিক্রমী উদ্যোগ
Ambassa, Dhalai | Sep 14, 2025 আসন্ন শারদীয়া দুর্গোৎসবকে সামনে রেখে আজ দুপুর দুইটায় আমবাসা রামকৃষ্ণ সেবা সদনে অনুষ্ঠিত হলো এক অনন্য উদ্যোগ—কৃষক পূজা। এদিন আমবাসা, জহরনগর ও কচুছড়া এলাকার মোট ১০ জন কৃষককে পূজার মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।