হেমতাবাদ: হেমতাবাদের ডেহুচি এলাকায় দুর্গাপুজো উপলক্ষে মেলা অনুষ্ঠিত
হেমতাবাদের ডেহুচি এলাকায় দুর্গাপুজো উপলক্ষে অনুষ্ঠিত হল মেলা। বুধবার বিকালে দুর্গা মন্দির সংলগ্ন এলাকায় শুরু হয় মেলা। চলবে রাত পর্যন্ত। প্রতি বছর স্থানীয়রা দুর্গাপুজো উপলক্ষে দশমিক পর প্রথম বুধবার এই মেলার আয়োজন করে। মেলা শেষে দেবী প্রতিমা বিসর্জন দেওয়া হয়।