ভাঙড়ের জয় পুরে SIR আতঙ্কে বছর ৩৫ শের এক ব্যক্তির আত্মহত্যা বলে দাবি করা হয়। আজ অর্থাৎ বুধবার দুপুর দুটো বেজে ৩০ মিনিট নাগাদ নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে যান ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা আর সেখানে নিহত ISF কর্মীর পরিবার সহ এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়ে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা।২৬ শের নির্বাচন নিয়ে হুঁশিয়ারি এবং ধিক্কার থেকে শুরু করে “শওকত হটাও” স্লোগান ও উঠতে শোনা যায় ভাঙ্গড়ের স্থানীয় মহিলাদের কন্ঠে।