পুঞ্চা: দেলাং গ্রামে অজ্ঞাত পরিচয় গাড়ির ধাক্কায় ছিড়লো বাড়ির বৈদ্যুতিক সংযোগের তার
অজ্ঞাত পরিচয় গাড়ির ধাক্কায় ছিড়লো বাড়ির বৈদ্যুতিক সংযোগের তার।বুধবার রাত্রি ৯ টা নাগাদ ঘটনাটি ঘটে পুঞ্চা থানার কৈড়া দিকের রাস্তায় যাওয়ার পথে দেলাং গ্রামে।জানা যায় অরবিন্দ মাহাতোর বাড়ির বিদ্যুৎ সংযোগের তারে লেগে যায়। ফলে বিপদজনক ভাবে তার টি ও তার এর অ্যাঙ্গেল রাস্তা ধারে ঝুলছে বলে খবর পাওয়া গেছে।খবর পেয়ে পৌছায় বৈদ্যুৎ দপ্তরের গাড়ি।