মণ্ডল সভাপতির নাম ঘোষণা করছে না জেলা সভাপতি, ঠাকুরনগর ঠাকুরবাড়িতে বনগাঁ জেলা বিজেপি সভাপতি বিকাশ ঘোষের গাড়িতে শিকল দিয়ে তালা দিল সুব্রত ঠাকুর ও তার অনুগামীরা। চার মাস ধরে গাইঘাটা মণ্ডল ১ এর সভাপতির নাম ঘোষনা করছে না বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি বিকাষ ঘোষ। রবিবার দুপুরে জেলা বিজেপি সভাপতি ঠাকুরনগর ঠাকুরবাড়িতে শান্তনু ঠাকুরের সঙ্গে দেখে করতে আসলে তার গাড়ীর চাকায় শীকল দিয়ে তালা দিয়ে দেন গাইঘাটা বিধানসভার বিধায়ক সুব্রত ঠাকুর ও তার অনুগামীরারা।