গোসাবা: সাধুপুর গ্রামের পরিত্যক্ত খাল থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত পরিচয় মহিলার দেহ ময়নাতদন্তের জন্য মোমিনপুর মর্গে পাঠিয়েছে পুলিশ
দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত লাহিরীপুর গ্রাম পঞ্চায়েতের সাধপুর গ্রামের পরিত্যক্ত খাল থেকে শুক্রবার দিন বিকালে এক অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার করেছিল সুন্দরবন কোস্টাল থানা পুলিশ। উদ্ধার হওয়া মহিলার দেহটি ময়না তদন্তের জন্য মমিনপুর মর্গে পাঠিয়েছে পুলিশ শনিবার বিকালে। অজ্ঞাত পরিচয় মহিলার নাম ও পরিচয় জানতে আশেপাশের বিভিন্ন থানায় ছবি পাঠানো হয়েছে।