ছাতনা: কিশোর মৃত্যুর ন্যায়বিচার চাই, ছাতনা হাসপাতালে উত্তেজনা, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি স্থানীয় বাসিন্দাদের
সাপের কামড়ে কিশোরের মৃত্যুর ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগে অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবিতে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে মঙ্গলবার তুমুল বিক্ষোভ। ঘটনার ছয় দিন পরেও কোনও শাস্তিমূলক পদক্ষেপ না হওয়ায় কয়েক হাজার স্থানীয় বাসিন্দা হাসপাতালে জমায়েত হন। বিক্ষোভকারীরা জোর করে হাসপাতালে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ও উত্তেজনা সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের দাবি, অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস না দিলে আন্দোলন চলবে