মঙ্গলবার আনুমানিক রাত্রি দশটার সময় এমন ই খবর জানা গেল বাঁকুড়ার শালতোড়ায় শালতোড়া ব্লকের সালমা অঞ্চলের পাবড়ামোড়ে সালমা অঞ্চল তৃণমূলের তরফে বাংলার ভোট রক্ষা শিবিরের মধ্য দিয়ে S.I.R. সহায়তা কেন্দ্র খোলা হল। উপস্থিত সালমা অঞ্চল তৃণমূলের সভাপতি বারানসী গোপ সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।