গোসাবার পাঠানখালিতে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উদযাপন মঞ্চ থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ঝাঁটা পেটা করা উচিত বলে মন্তব্য করেছিলেন গোসাবা ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি সুবিদালি ঢালী পাল্টা গোসাবায় তৃণমূল ও গোসাবা ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতিকে তীব্র আক্রমন করেণ জয়নগর সাংগঠনিক জেলা বিজেপি মুখপাত্র সঞ্জয় নায়েক তিনিবলেন আপনারা গত ১৫বছরে রাজ্যে যে পাপ, অপকর্ম করেছেন ২০২৬এর বিধানসভা নির্বাচনে আপনাদের বিসর্জনের পর মানুষ সেই গুলি আপনাদের জন্য রেখেছে