বাদুড়িয়া: গৃহবধূকে মারধর করে তার মুখে বিষতেল ঢেলে দিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগে চাঞ্চল্য ছড়ালো বাদুড়িয়ার হুগলি গ্রামে।
বুধবার গভীর রাতে বাদুড়িয়া থানার হুগলী গ্রামের গৃহবধূ *মেঘনা খাতুনের* মৃত্যু হয়।মেঘনা খাতুন এর বাবার অভিযোগ বেশ কিছুদিন ধরে স্বামী মনিরুল সাহজীর সঙ্গে বনিবনা হচ্ছিল না মেঘনার। তার আরো অভিযোগ, জামাই মনিরুল অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। আর তার প্রতিবাদ করায় মেঘনাকে মারধর করে মুখে বিষ তেল দিয়ে খুন করেছে মনিরুল সাহজী। বধূ মৃত্যুর খবর পেয়ে বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ বাদুড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হ