দুবরাজপুর: ভাইফোঁটা উপলক্ষে মিষ্টির ঘ্রাণে মেতে দুবরাজপুর! তরুলিয়ায় জোর প্রস্তুতি মিষ্টি ব্যবসায়ীদের
কালীপুজোর পরেই বাঙালির অন্যতম আনন্দের উৎসব ভাইফোঁটা। আর এই উৎসব মানেই মিষ্টি ছাড়া অসম্পূর্ণ। সেই কারণেই বুধবার সকাল থেকেই দুবরাজপুরের তরুলিয়া এলাকার মিষ্টির দোকানগুলোতে ব্যস্ততা তুঙ্গে।মিষ্টি ব্যবসায়ী সোমনাথ ভান্ডারী জানান, রসের মিষ্টির পাশাপাশি নানা আকৃতির ও স্বাদের সন্দেশ তৈরি হচ্ছে। পাশাপাশি কড়া পাকের মিষ্টিরও চাহিদা বেড়েছে।