ভাঙড় ২: 'আই লাভ মুহাম্মদ' ব্যানার খোলাকে কেন্দ্র করে উত্তেজনো ভাঙ্গরে, প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ কামরুজ্জামান
"আই লাভ মুহাম্মদ" ব্যানার খোলাকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তপ্ত হয়েছিল ভাঙ্গড়, সোমবার সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ ভাঙ্গরে উপস্থিত হন সংখ্যালঘু যুব ফেডারেশন সদস্য মাওলানা কামরুজ্জামান, উত্তর কাশিপুর থানার আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন দীর্ঘক্ষন এবং বিষয়টি স্পষ্ট করেন।