মুরারই ১: আপনজন সংঘ ক্লাবের এবার ৪৪ তম দুর্গাপুজো, পেয়েছে সরকারি অনুদান এক লক্ষ দশ হাজার টাকা, জোরকদমে চলছে প্রস্তুতি
মুরারই ১ নম্বর ব্লকের রাজ গ্রাম পঞ্চায়েতের হাসপাতাল পাড়া আপনজন সংঘ ক্লাবের এবার ৪৪ তম দূর্গা পূজা। পেয়েছে সরকারি অনুদান এক লক্ষ দশ হাজার টাকা। চলছে জোর কদমে মূর্তি গড়ার কাজ থেকে প্যান্ডেল তৈরির কাজ।এদিন 26 সেপ্টেম্বর শুক্রবার সকালের দিকে সেই চিত্র উঠে এসেছে আমাদের ক্যামেরায়।