এগরা ১: সাত কোটি টাকা প্রতারণায় পাঁচরোলে ধৃত যুবকের রাজনৈতিক পরিচয় নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা
এগুলার পাঁচজন গ্রাম থেকে গত ১৬ই অক্টোবর রাতে শুভেন্দু মাইতি নামে এক যুবককে গ্রেফতার করে মহারাষ্ট্র পুলিশ অভিযোগ নাগপুর এলাকার একাধিক ব্যবসায়ের অ্যাকাউন্ট হ্যাক করে ৭ কোটি টাকা প্রতারণা করেছে বিজেপির অভিযোগ ওই যুবক তৃণমূল নেত্রী কবিতা মাইতির স্বামী |এগুলার বিধায়কের ঘনিষ্ঠ |তৃণমূল নেতৃত্ব এই অভিযোগের জবাব দিয়ে বলেছে যুবক দোষ করলে অবশ্যই শাস্তি পাবে, তবে এর সঙ্গে তৃণমূলের কোন যোগ নেই | ব্যক্তিগত আক্রমণ করলে বিজেপিকে তার যোগ্য জবাব দেবে তৃণমূল |