ঝাড়গ্রাম: ১০০ দিনের কাজ পুনরায় চালুর দাবিতে মানিকপাড়ায় মিছিল করল সারা ভারত কৃষক সভা
১০০ দিনের কাজ পুনরায় চালুর দাবিকে সামনে রেখে রবিবার দুপুরে ঝাড়গাম ব্লকের মানিকপাড়ায় মিছিল করল সারা ভারত কৃষক সভা। মানিকপাড়ায় দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু করে বিবেকানন্দ মোড় হয়ে সরডিহা স্টেশন পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার মিছিলে সামিল হন এলাকার মানুষজন। এদিনের মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ১০০ দিনের কাজ চালু ও দৈনিক ৬০০ টাকা মজুরি, মহাজনি মাইক্রোফাইনান্স ঋণ মুকুব সহ একাধিক দাবি তোলা হয়।