সাগর: ম্যানগ্রোভকে ফোঁটা দিয়ে ‘অক্সিজেন ভাই’কে রক্ষার বার্তা সুন্দরবনের মহিলাদের
ভাইফোঁটার দ
ভাইফোঁটার দিনে প্রতি বছর বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা করেন। তবে এই বছর সুন্দরবনের মহিলারা এক নজিরবিহীন বার্তা দিলেন। প্রকৃতির রুদ্র রোষ থেকে জীবনদায়ী এই সুন্দরবনকে বাঁচাতে এবং নদী বাঁধ রক্ষায় ভাইফোঁটার দিনেই তাঁরা ম্যানগ্রোভ চারাগাছগুলিকে ফোঁটা দিয়ে 'সবুজ ভাই' হিসাবে রক্ষা করার অঙ্গীকার নিলেন।