সাগর: গঙ্গাসাগরের আকর্ষণ
দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের কচুবেড়িয়া জয়গুরু আশ্রম মোড় শারদীয়ার দুর্গা উৎসব পুজো
দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের কচুবেড়িয়া জয়গুরু আশ্রম মোড় শারদীয়ার দুর্গা উৎসব পুজো কমিটি এবার তাদের ৬৩তম বছরে এক নজরকাড়া থিম নিয়ে এসেছে। তাদের এবারের ভাবনা: তিরুপতি বালাজি মন্দিরের আদলে তৈরি সুবিশাল পুজো মণ্ডপ। এই অসাধারণ মণ্ডপটি ইতিমধ্যেই দর্শনার্থীদের নজর কেড়েছে এবং পুজো পরিক্রমায় এক নতুন মাত্রা যোগ করেছে। ।