মোহনপুর: SPEMM -মাদ্রাসা টিচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিভিন্ন দাবীকে সামনে রেখে অফিস লেনে শিক্ষা অধি কর্তার নিকট ডেপোটেশন প্রদান
এসপিইএমএম মাদ্রাসা টিচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিভিন্ন দাবিকে সামনে রেখে অফিস লেনে শিক্ষা অধিদপ্তর নিকট ডেপুটেশন প্রদান করা হয়। দাবি করা হয় আগামী বিধানসভার অধিবেশনে এই সমস্যাগুলো সম্পর্কে সমাধানের উদ্যোগ গ্রহণ করুক সরকার।