সিউড়ি ১: সিউড়ির তিলপাড়া ব্যারেজের পাশে অস্থায়ী রাস্তা তৈরি করার জন্য নারকেল ফাটিয়ে শুভ সূচনা করা হলো
Suri 1, Birbhum | Oct 22, 2025 বুধবার দিন সিউড়ির তিলপাড়া ব্যারেজের পাশে অস্থায়ী রাস্তা তৈরি করার জন্য নারকেল ফাটিয়ে তার শুভ সূচনা করা হলো। সেখানে উপস্থিত ছিল বীরভূম জেলার ট্রাক মালিক অ্যাসোসিয়েশনের একাধিক সদস্যরা ও একাধিক ব্যবসায়ীরা।