দুবরাজপুর: যশপুর মেলা প্রাঙ্গণে তারকাখচিত বিজয়া সম্মেলনী! অনুব্রত-সায়ন্তিকা-চন্দ্রনাথ এক মঞ্চে তৃণমূলের শক্তি প্রদর্শন
সোমবার বিকাল সাড়ে পাঁচটায় যশপুর মেলা প্রাঙ্গণে বড় সাম্যসাধারণের সভা অনুষ্ঠিত হয়, মোড় দিলেন তৃণমূল কংগ্রেস। সভায় উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডল, অভিনেত্রী ও বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী সহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ। অনুব্রত মণ্ডল তাঁর বক্তৃতায় দলীয় ঐক্য, নির্বাচনী প্রস্তুতি ও ভোটার সক্রিয়তার গুরুত্ব তুলে ধরেন