ভরতপুর ১: IC-র তৎপরতায় পরীক্ষায় বসলেন জজান গ্রামের এক গর্ভবতী SSC পরীক্ষার্থী
কান্দির আইসির তৎপরতায় পরীক্ষায় বসতে পারলেন ভরতপুর থানার জজান গ্রামের এক গর্ভবতী এসএসসি পরীক্ষার্থী। জানা গিয়েছে, জজান গ্রামের বাসিন্দা রাজশ্রী দত্তের আগামী ১৪ সেপ্টেম্বর কান্দি রাজ কলেজে একটি পরীক্ষা থাকলেও রবিবার তাঁর শিক্ষক নিয়োগের পরীক্ষা ছিল গোকর্ণ পি.এম. হাই স্কুলে। কিন্তু ভুলবশত তিনি ১৪ তারিখের এডমিট কার্ড নিয়েই হাজির হন কান্দি রাজ কলেজে। আইসির নজরে পড়তেই এডমিট কার্ড ব্যবস্থা করে পরীক্ষার্থীকে পৌঁছে দেন পরীক্ষা কেন্দ্রে।