কালনা ১: নেতাজি সাংস্কৃতিক সংস্থা তরফে আন্ত সংস্থা যোগাসন কম্পিটিশন ২০২৫ অনুষ্ঠিত হল কালনার চকবাজার এলাকায়
নেতাজি সাংস্কৃতিক সংস্থা তরফে আন্ত সংস্থা যোগাসন কম্পিটিশন ২০২৫ অনুষ্ঠিত হলো এ দিন রবিবার কালনার চকবাজার এলাকায় নেতাজি স্কাউট ও গাইড মাঠে। এদিন রবিবার সকালে তার আনুষ্ঠানিক সূচনা করেন কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ। এদের এই কম্পিটিশনের দেড়শ জন অংশগ্রহণ করে। এর আগেও এই সংস্থার বিভিন্ন ছাত্রছাত্রীরা জাতীয় স্তরে সাফল্য পেয়েছে। রবিবার দুপুরে সংস্থার সম্পাদক গৌতম ঘোষ তিনি এদিন জানান আমাদের সংস্থার ছেলেমেয়েদের নিয়ে বাৎসরিক এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।