হেমতাবাদ: হেমতাবাদের মহিপুরে লড়ির ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর
হেমতাবাদে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক সাইকেল আরোহীর। শুক্রবার দুপুর আনুমানিক পনে বারোটা নাগাদ হেমতাবাদ ব্লকের ডিগরামোড় এলাকায় ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে এদিন কালিয়াগঞ্জ মুখি এক লরির সাথে হেমতাবাদ মুখি এক সাইকেল আরোহীর ধাক্কা লাগে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সাইকেল আরোহীর।