পুরুলিয়া ১: ১নম্বর মন্ডলের নতুন কার্যালয় উদ্বোধন ও বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হলো সাধু আশ্রম মোড়ে উপস্থিত সংসদ সভাপতি
বলরামপুর 1 নং মণ্ডলের মণ্ডল কার্যালয় উদ্বোধন এবং বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হলো রাচি রোড সাধু আশ্রম মোড়ের কাছে উপস্থিত পুরুলিয়া জেলা বিজেপির সভাপতি শংকর মাহাত ,পুরুলিয়া লোকসভার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো , বলরামপুর বিধানসভার বিধায়ক বানেশ্বর মাহাত , রাজ্যের নেতা শ্রীপতি মাহাত এবং মণ্ডল সভাপতি বিশাল দুবে সহ রাজ্য,জেলার এবং সমস্ত বুথের বুথ সভাপতি সহ মন্ডলের সমস্ত বিজেপি কর্মী সমর্থকরা।