ছাব্বিশের ভোট-যুদ্ধের আগে ডিজিটাল 'যুদ্ধে' জোড় তৃণমূলের ৷ বিজেপি'র ‘বাংলা-বিরোধী কুৎসা ও মিথ্যা প্রচারের’ জবাব দিতে তৃণমূলের ‘ডিজিটাল যোদ্ধা’ অনলাইন লড়াইয়ের ডাক অভিষেক ব্যানার্জীর। সেই মোতাবেক রবিবার বেলা আনুমানিক ১১-৩০ নাগাদ পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের বাঘাসন অঞ্চলে ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’ শীর্ষক কর্মসূচির আয়োজন করা হয়।