ক্যানিং ২: '৪ তারিখ থেকে তিন মাস রাস্তায় থাকব' SIR নিয়ে মানুষকে আশ্বাস দিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লা
আজ অর্থাৎ শুক্রবার রাত নটা নাগাদ ক্যানিং পূর্বের অন্তর্গত তাম্বুলদহ ১ এর উত্তর পাতিখালী গ্রামে জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানে উপস্থিত হন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। আর সেখানে এসআইআর নিয়ে মুখ খোলেন তিনি।সাধারণ মানুষকেও আশ্বস্ত করেন এবং পাশে থাকার ও কথা বলেন।